ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটির সভায় সভাপতিত্ব করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) কমিটির সভায় সভাপতিত্ব করেন।
  • জাতীয় চার নেতা হত্যা দিবসে বনানী কবরস্থানে ফুল দিয়ে শদ্ধা জানায় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ডিএনসিসির মেয়ের ফজলে নুর তাপসসহ বিভিন্ন সংগঠন।
    জাতীয় চার নেতা হত্যা দিবসে বনানী কবরস্থানে ফুল দিয়ে শদ্ধা জানায় আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ডিএনসিসির মেয়ের ফজলে নুর তাপসসহ বিভিন্ন সংগঠন।
  • করোনা মহামারির মধ্যে মেডিকেল কলেজের সব পরীক্ষা বন্ধ, সেশনজট নিরসনে বিকল্প ব্যবস্থাসহ চার দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ৩ ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে তেজগাঁও, গুলশান ও বিজয়স্মরণী পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে শত শত মানুষ।
    করোনা মহামারির মধ্যে মেডিকেল কলেজের সব পরীক্ষা বন্ধ, সেশনজট নিরসনে বিকল্প ব্যবস্থাসহ চার দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ৩ ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে তেজগাঁও, গুলশান ও বিজয়স্মরণী পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে শত শত মানুষ।
  • জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসছেন জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
    জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসছেন জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
  • ই-কমার্সের নামে জনগণের ২৬৮ কোটি টাকা প্রতারণা ও অত্মসাতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ রাজধানীর মোহাম্মদপুর ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাদের হাজির করা হয়।
    ই-কমার্সের নামে জনগণের ২৬৮ কোটি টাকা প্রতারণা ও অত্মসাতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ রাজধানীর মোহাম্মদপুর ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাদের হাজির করা হয়।
  • জেলহত্যা দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
    জেলহত্যা দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ১৩ হাজার ১৬২টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৯৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৪০টি বাড়ি, স্থাপনা ইত্যাদিতে জমে থাকা পানি পাওয়ায় সেখানে মশার কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেয়া হয়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে আজ ১২টি মামলায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চিরুনি অভিযান পরিচালিত হয়।
    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ১৩ হাজার ১৬২টি বাড়ি, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করে ৯৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৪০টি বাড়ি, স্থাপনা ইত্যাদিতে জমে থাকা পানি পাওয়ায় সেখানে মশার কীটনাশক প্রয়োগ করে জমে থাকা পানি ফেলে দেয়া হয়। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে আজ ১২টি মামলায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চিরুনি অভিযান পরিচালিত হয়।
  • বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতিরষ (বাশিস) প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
    বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতিরষ (বাশিস) প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।