ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরে-বাংলা নগর প্রান্তে এন ই সি ভবনে একনেক সভায় অংশগ্রহন করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরে-বাংলা নগর প্রান্তে এন ই সি ভবনে একনেক সভায় অংশগ্রহন করেন।
  • ইংরেজি নববর্ষকে সামনে রেখে রাজধানীর খ্যাতনামা প্রিন্টিং প্রােডাক্ট শোরুমগুলোতে শুভেচ্ছা কার্ড কিনতে ক্রেতাদের ভীড়।ছবি রাজধানীর পুরানা পল্টন আজাদ প্রোডাক্ট থেকে তোলা।
    ইংরেজি নববর্ষকে সামনে রেখে রাজধানীর খ্যাতনামা প্রিন্টিং প্রােডাক্ট শোরুমগুলোতে শুভেচ্ছা কার্ড কিনতে ক্রেতাদের ভীড়।ছবি রাজধানীর পুরানা পল্টন আজাদ প্রোডাক্ট থেকে তোলা।
  • রাজধানীর আমুলিয়ায় আয়োজিত বিজয় মেলায় থাবারের পসরা সাজিয়ে বসেছে দোকানী।
    রাজধানীর আমুলিয়ায় আয়োজিত বিজয় মেলায় থাবারের পসরা সাজিয়ে বসেছে দোকানী।
  • এবার বালু নদী ও শীতলক্ষ্যা নদী হয়ে রাজধানীর রামপুরা বনশ্রী খাল দিয়ে সোজা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে মানুষজন ট্রলার ও লঞ্চযোগে শহরে আসবে দুরদুরান্ত হতে। খালের সংস্কার কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। নাব্যতা বাড়াতে খনন করে আরো গভীর করা হচ্ছে বনশ্রী খাল।
    এবার বালু নদী ও শীতলক্ষ্যা নদী হয়ে রাজধানীর রামপুরা বনশ্রী খাল দিয়ে সোজা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে মানুষজন ট্রলার ও লঞ্চযোগে শহরে আসবে দুরদুরান্ত হতে। খালের সংস্কার কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। নাব্যতা বাড়াতে খনন করে আরো গভীর করা হচ্ছে বনশ্রী খাল।
  • দিনাজপুর ফুলবাড়ীতে ট্রেন ও ট্রাক সংঘর্ষ গেইট কিপার নিহত।
    দিনাজপুর ফুলবাড়ীতে ট্রেন ও ট্রাক সংঘর্ষ গেইট কিপার নিহত।
  • শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের আত্মবলিদান দিবসের কর্মসূচি শুরু।
    শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের আত্মবলিদান দিবসের কর্মসূচি শুরু।
  • সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ।
    সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ।