ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম
  • বসন্তে প্রকৃতিতে এসেছে নতুন প্রাণ। গাছে গাছে বেড়ে উঠছে নতুন পাতা। প্রকৃতি সাজছে নতুনরূপে। ছবিটি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা।  -ইলিয়াস সাজু
    বসন্তে প্রকৃতিতে এসেছে নতুন প্রাণ। গাছে গাছে বেড়ে উঠছে নতুন পাতা। প্রকৃতি সাজছে নতুনরূপে। ছবিটি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। -ইলিয়াস সাজু
  • বিস্তীর্ণ ইরি-বোরো ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিটি শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং থেকে তোলা।
    বিস্তীর্ণ ইরি-বোরো ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবিটি শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং থেকে তোলা।
  • দিন শেষে পড়ন্ত বিকেল-হিমেল বাতাশ,  সন্ধ্যা আগত-ডুবছে বেলা বসন্তের ওই সোনালী আকাশ। কবিতার ভাষায় বাংলার রূপ অপরূপ সাজে গগনও ললাট। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলা
    দিন শেষে পড়ন্ত বিকেল-হিমেল বাতাশ, সন্ধ্যা আগত-ডুবছে বেলা বসন্তের ওই সোনালী আকাশ। কবিতার ভাষায় বাংলার রূপ অপরূপ সাজে গগনও ললাট। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলা
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। সড়ক খুঁড়ে মাসের পর এভাবেই ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ছবিটি শুক্রবার রাজধানীর ব্যস্ততম গুলিস্তান বাসস্ট্যাণ্ড থেকে তোলা। -ইলিয়াস সাজু
    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজে ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। সড়ক খুঁড়ে মাসের পর এভাবেই ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ছবিটি শুক্রবার রাজধানীর ব্যস্ততম গুলিস্তান বাসস্ট্যাণ্ড থেকে তোলা। -ইলিয়াস সাজু
  • রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থসহ চারজনকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
  • পটুয়াখালীর কলাপাড়ায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকেই পাকা তরমুজ কেটে বিক্রি করছেন কৃষক।
    পটুয়াখালীর কলাপাড়ায় এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকেই পাকা তরমুজ কেটে বিক্রি করছেন কৃষক।
  • আগের দিনে গ্রাম বাংলার সাধারণ মানুষ অবসর সময়ে পাট দিয়ে বাড়িতে বসে দড়ি তৈরি করতেন। আধুনিকতার হোঁয়ায় হাতে তৈরি দড়ি প্রায় কিলুপ্ত। এখন গ্রামের দু একজনকে নিজ হাতে পাট দিয়ে দড়ি তৈরি করতে দেখা যায়। ছবিটি বুধবার বুড়ার ধুনট উপজেলার হেউটনগর থেকে তোলা।
    আগের দিনে গ্রাম বাংলার সাধারণ মানুষ অবসর সময়ে পাট দিয়ে বাড়িতে বসে দড়ি তৈরি করতেন। আধুনিকতার হোঁয়ায় হাতে তৈরি দড়ি প্রায় কিলুপ্ত। এখন গ্রামের দু একজনকে নিজ হাতে পাট দিয়ে দড়ি তৈরি করতে দেখা যায়। ছবিটি বুধবার বুড়ার ধুনট উপজেলার হেউটনগর থেকে তোলা।
  • কবুতৰ জললিয় পৃহপালিত পাখি। গ্রাম বাংলার পাশাপাশি শহরেও এখন সমের বসে কবুতর পালন হয়ে থাকে। কবুতর মুলত আহার হিসেবে ছােট দানাদার খাদ্য কেছে নেয়। খান, সরিষা, গমসর বিভিন্ন শখ্য কবুতরের প্রধান আহার। বিভিন্ন চাতালে কবুতরর দেখা যায়। ছবিটি বুধবার বকড়ার ধুনট উপজেলার কানগর থেকে তোলা।
    কবুতৰ জললিয় পৃহপালিত পাখি। গ্রাম বাংলার পাশাপাশি শহরেও এখন সমের বসে কবুতর পালন হয়ে থাকে। কবুতর মুলত আহার হিসেবে ছােট দানাদার খাদ্য কেছে নেয়। খান, সরিষা, গমসর বিভিন্ন শখ্য কবুতরের প্রধান আহার। বিভিন্ন চাতালে কবুতরর দেখা যায়। ছবিটি বুধবার বকড়ার ধুনট উপজেলার কানগর থেকে তোলা।
  • আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কাস ইউনিট এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
    আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কাস ইউনিট এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
  • আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কাস ইউনিট এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
    আন্তর্জাতিক নারি দিবস উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কাস ইউনিট এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
  •  ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।  ছবি: ইলিয়াস সাজু
    ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
  • ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠন সমনয় পরিষদ শুক্রবার শাহবাগে সামনে মানববন্ধন করে।  ছবি: ইলিয়াস সাজু
    ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠন সমনয় পরিষদ শুক্রবার শাহবাগে সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
  • ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ  শুক্রবার শাহবাগে সামনে মানববন্ধন করে।  ছবি: ইলিয়াস সাজু
    ডিজিটাল নিবাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ শুক্রবার শাহবাগে সামনে মানববন্ধন করে। ছবি: ইলিয়াস সাজু
  • অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।ছবিটি শুক্রবার তোলা।
    অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকা পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।ছবিটি শুক্রবার তোলা।
  • মশা নিয়ে এখন অতিষ্ঠ পুরো নগরবাসি এ যেন মশা-মাছির রাজত্ব চলছে প্রতিটি এলাকাতেই। মশক নিধনে রাজধানীর দুই সিটি করপোরেশন প্রাণপন চেষ্টা চালিয়ে এলেও কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না মশার উৎপাত।ছবিটি রাজধানীর গুলিস্থান এলাকা থেকে তোলা।।  ছবি: ইলিয়াস সাজু
    মশা নিয়ে এখন অতিষ্ঠ পুরো নগরবাসি এ যেন মশা-মাছির রাজত্ব চলছে প্রতিটি এলাকাতেই। মশক নিধনে রাজধানীর দুই সিটি করপোরেশন প্রাণপন চেষ্টা চালিয়ে এলেও কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না মশার উৎপাত।ছবিটি রাজধানীর গুলিস্থান এলাকা থেকে তোলা।। ছবি: ইলিয়াস সাজু
  • ২০/রাজধানির জিরো পয়েন্ট এলাকার পীর ইয়ামেনী মার্কেটে শতাধিক কারিগর দিনরাত ব্যস্ত সময় পার করছেন মশারি তৈরিতে। ছবি: ইলিয়াস সাজু
    ২০/রাজধানির জিরো পয়েন্ট এলাকার পীর ইয়ামেনী মার্কেটে শতাধিক কারিগর দিনরাত ব্যস্ত সময় পার করছেন মশারি তৈরিতে। ছবি: ইলিয়াস সাজু