ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বছরের শুরুতেই কাঁদলেন তাপস!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১৪:৩৪

বছরের শুরুতেই কাঁদলেন তাপস!

দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট চাইতে গিয় কেঁদে ফেলেন তিনি।

একটা গুরু দায়িত্ব কাঁধে এসেছে উল্লেখ করে তাপস জানান, জনগণের সেবা করতেই নেত্রী তাকে এ গুরু দায়িত্ব দিয়েছেন।

তাপস বলেন, ‘এ দায়িত্ব আমি সততা, নিষ্ঠার সঙ্গে পালন করব। নির্বাচিত হলে প্রথম ৯০ দিনের মধ্যে ঢাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, ইশতেহার প্রণয়ের কাজ চলছে, মেয়র প্রার্থী হিসেবে নতুন হলেও সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। আমি লক্ষ্য করেছি ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার সুবিধা নেই। এটা আমাদেরকে করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদি কার্যক্রম। আমারা ত্রিশ বছর মেয়াদি মহাপরিকল্পনা করবো। সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে খেলাধুলার মাঠ এবং পরিবেশ থাকে সে জিনিসটা লক্ষ্য করে করব।’

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী দুইজনই নতুন মুখ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদিও এই সিটি করপোরেশন নির্বাচনে আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন এমপি হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মাঝে উন্নয়নের কাজ করেছি।’

এ সময় ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেওয়ার জন্য কাজ করবেন বলে জানান তাপস।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত