ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সিটি নির্বাচন লোক দেখানো, বললেন মওদুদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২০, ১৪:০৯

সিটি নির্বাচন লোক দেখানো, বললেন মওদুদ

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে লোক দেখানো নির্বাচন বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘স্বাধীনতা, ভোটাধিকার হরণ এবং আজকের বাস্তবতা, বেগম খালেদা জিয়ার জামিন প্রাপ্য কিন্তু প্রতিহিংসার বিচারে অবরুদ্ধ জামিন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘সিটি নির্বাচনকে আমি বলবো, এটা একটা লোক দেখানো নির্বাচন। হইচই হবে, মিছিল মিটিংও হবে। টেলিভিশনে আপনারা (বিএনপি নেতাকর্মী) মিছিল দেখবেন এবং স্লোগান দেবেন। কিন্তু নির্বাচনের দুই দিন আগে দেখবেন সব ঠাণ্ডা। তারপর গ্রেপ্তার চলছে, গতকাল আমাদের একজন কাউন্সিলর প্রার্থীকে ধরে নিয়ে গেছে। আর একদিকে গ্রেপ্তার, ভয়ভীতি ও আতঙ্ক চলছে অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে! তাই এগুলো লোক দেখানো। সুতরাং এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘আমরা (বিএনপি) এই নির্বাচনে অংশগ্রহণ করছি কেনো? কারণ আমরা জনগণের একটি সমর্থিত রাজনৈতিক দল। আমরা মনে করি, যদি সিটি নির্বাচনে এদেশের মানুষ জনগণ ভোট দেয় তাহলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদেরকে পরাজিত করবে। কিন্তু সেটা তারা করতে দেবে না। এটাও আমরা জানি। সেজন্য এটা শুধু লোক দেখানো।’

মওদুদ আরও বলেন, ‘বাংলাদেশে যে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে, এই নির্বাচনের (সিটি নির্বাচন) মাধ্যমে এই সরকার এটা আবারো প্রমাণ করবে। আরও প্রমাণ করবে যে, তাদের সরকারের অধিনে এবং কোন রাজনৈতিক সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। সেটাই প্রমাণিত হবে। তবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো এবং শেষ পর্যন্ত করছিও।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার- কোনটাই সম্ভব নয়। তাই আন্দোলনের অন্য কোন বিকল্প নাই। কেউ যদি মনে করে একটু সফটে গেলে হয়তো কিছু একটা হতে পারে। কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি, সেটা সম্ভব নয়। এই সরকারে পক্ষে সেটা করা সম্ভব নয়। কারণ তাদের হাত-পা বাঁধা, তারা পারবে না। সুতরাং আমাদের জন্য একটা পথ, আন্দোলনের পথ। যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হবো। আর যদি করতে না পারি তাহলে জনগণের কাছে আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আর কোন কিছু থাকবে না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা (বিএনপি) ব্যর্থ হতে পারি। কিন্তু এদেশের জনগণ ব্যর্থ হবে না। এদেশের মানুষ দেশপ্রেমিক এবং গণতন্ত্র প্রিয়। এদেশের মানুষ গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করবে। আর আমরা (বিএনপিতে এখন পর্যন্ত যারা টিকে আছি) আপনাদেরকে (জনগণ) আশ্বাস দিতে পারি, এবার আমরা আপনাদেরকে বিফল করবো না। এবার আমরা আন্দোলনে কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে থেকে, সেই আন্দোলন সফল না পর্যন্ত বাড়িতে ফিরে যাবো না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত