ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

আতঙ্কিত তাবিথ, নিরাপত্তা চেয়ে আবেদন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৮:৪১

আতঙ্কিত তাবিথ, নিরাপত্তা চেয়ে আবেদন
ফাইল ছবি

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নিজের নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত চিঠি দিয়েছেন।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ এর মেয়র প্রার্থীর নিরাপত্তা চেয়ে এই আবেদন করেন তাবিথ।

লিখিত আবেদনে তাবিথ আউয়াল বলেন, আজ ১২ জানুয়ারি বেলা ১১টায় মিরপুরস্থ দারুসসালাম থানা এলাকায় গণসংযোগকালে প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আমাকে এবং আমাদের সাথের লোকজনকে লাঠিসোটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। এধরণের কার্যকলাপ সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধি মালা-২০১৬ এর বিধানের পরিপন্থী।

অতএব, এবিষয়ে তদন্তপূর্বক জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনপূর্ব সময়কালীন একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারীর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত