ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভো‌টের লড়াই‌য়ে বিজয়ী হ‌তে হ‌বে: তা‌বিথ

  নিজস্ব প্র‌তি‌বেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:২০

ভো‌টের লড়াই‌য়ে বিজয়ী হ‌তে হ‌বে: তা‌বিথ

আগামী ১ ফেব্রুয়া‌রি সকল ষড়যন্ত্র রু‌খে দি‌য়ে ঐক্যবদ্ধ হ‌য়ে গণতন্ত্র রক্ষায় ভো‌টের লড়া‌ইয়ে বিজয়ী হ‌তে হ‌বে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সি‌টি কর্পোরেশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

র‌োববার রাজধানীর মিরপুর বিআর‌টিএ এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

এরআগে বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সি‌টি কর্পোরেশনের দুই মেয়র প্রার্থী দ‌লের নেতাকর্মী‌দের নি‌য়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমা‌নের সমাধিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান। বিএন‌পির প্র‌তিষ্ঠাতা জিয়াউর রহমা‌নের ৮৪ তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে এ শ্রদ্ধা জানা‌নো হয়।

তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচন ক‌মিশনের ইশতেহার ঘোষণা থে‌কেই বিতর্ক সৃ‌ষ্টি ক‌রে‌ছে। আমরা এখনও দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন দি‌তে কি কি পদ‌ক্ষেপ নেয়।

‌তি‌নি ব‌লেন, স্বরস্বতি পূজা উপল‌ক্ষে নির্বাচন ২ দিন পেছি‌য়ে দি‌য়ে‌ছে। একই সা‌থে এসএস‌সি পরীক্ষাও পিছি‌য়ে‌ছে। যে কার‌ণে পরীক্ষার্থীরা মনোক্ষুন্ন হ‌তে পা‌রে। তা‌দের জন্য দুঃখ প্রকাশ কর‌ছি।

এসময় বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আবেদীন ফারুক, হা‌বিবুর রহমান হা‌বিবুর হা‌বিব, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে/কেএস

  • সর্বশেষ
  • পঠিত