ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সব কাজে ভুল ধরা বিএনপির বদ অভ্যাস: তথ্যমন্ত্রী

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩

সব কাজে ভুল ধরা বিএনপির বদ অভ্যাস: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সবকিছুতে ভুল ধরা বিএনপির বদঅভ্যাসে পরিণত হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ব্যাংকে থাকা উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমার দেয়ার বিষয়ে সংসদে বিল পাস নিঃসন্দেহে ভাল উদ্যোগ। কিন্তু এ বিষয়ে বিএনপির মহাসচিব যে কথা বলেছেন তার কোনো ভিত্তি নেই। সব কাজে ভুল ধরা তাদের অভ্যাস।

শুক্রবার বেলা ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তথ্য মন্ত্রী।

সিটি নির্বাচেন ভোটারের উপস্থিতি কমের বিষয়ে মন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছিল। সেইসাথে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। যার কারণে ভোটার উপস্থিতি ছিলো কম। আসলে বিএনপি অংকে ভুল করেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত