ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

তিন আসনের উপ-নির্বাচন

বিএনপির মনোনয়ন কিনলেন রবিউল-মনিরুজ্জামান-রফিকুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯

বিএনপির মনোনয়ন কিনলেন রবিউল-মনিরুজ্জামান-রফিকুল

আসন্ন ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা- ৩ আসনের উপ-নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। ফরম বিক্রি এবং জমা আগামী শনিবার পর‌্যন্ত চলবে। আর আগামী রোববার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপির সহদপ্তর দপ্তর সম্পাদক মুনির হোসেন বাংলাদেশ জার্নালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে দপ্তর থেকে ফরম বিক্রি শুরু হয়।

মুনির হোসেন জানান, মনোনয়ন বিক্রি প্রথম দিন ঢাকা-১০ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসন থেকে ড. কাজী মনিরুজ্জামান এবং গাইবান্ধা- ৩ আসন থেকে কাজী রফিকুল ইসলাম ফরম সংগ্রহ করেছেন।

আগামী ২১ মার্চ তিন আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলীর মৃত্যুতে ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে ৯ জানুয়ারি বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এজন্য ঢাকা-১০ আসনটিও শূন্য ঘোষণা করা হয়।

শূন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচনের তারিখ পরে ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করলেও অন্য দুই সংসদীয় আসনে পুরোনো পদ্ধতি তথা ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত