ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু’

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১৯:৩৩

‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু’
ফাইল ছবি

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি পড়লেই বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

রোববার দুপুরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা চেম্বার অব কমার্স আয়োজিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি ছাত্র-ছাত্রীদের বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্য মন্ত্রী বলেন, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিল সে স্বপ্ন তোমাদের বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, মুজিববর্ষে আমাদের অঙ্গীকার করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা একসাথে কাজ করে যাব। কোন অপশক্তির হাতে দেশকে তুলে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির (সিআইপি), নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।

এ সময় দুই হাজার একশত বই বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত