ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

‘সরকারের ইচ্ছা ব্যতিত খালেদার জামিন হবে না’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২০, ১৭:১৬

‘সরকারের ইচ্ছা ব্যতিত খালেদার জামিন হবে না’

সরকারের ইচ্ছা ব্যতিত খালেদা জিয়ার মুক্তি জামিন কোনো দিন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘নাগরিক অধিকার, ন্যায় বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘এই যে আমরা চেষ্টা করে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত পারছি আমরা আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি সাধন করা। কিন্তু পিরোজপুরের ঘটনার পর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় যে, সরকারের ইচ্ছা ব্যতিত বেগম খালেদা জিয়ার মুক্তি জামিন কোনো দিন হবে না।’

তিনি বলেন, ‘সরকার যদি ইচ্ছা করে আদালত তাকে জামিন দেবেন। কারণ আদালতের স্বাধীনতা এখন নাই, বিচারকের স্বাধীনতা নাই, সরকারের ইচ্ছায় চলে। পিরোজপুরের ঘটনা সেটাই প্রমাণ করে। পিরোজপুরের এই ঘটনা দেখে মানুষের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, বেগম খালেদা জিয়ার জামিন এই সরকারের আমলে তাদের ইচ্ছা ছাড়া কোনোদিন হবে না। তাহলে কী করতে হবে? যেটা আপনারা সবাই বলেছেন, আমরাও বলছি-আন্দোলন। আমি বিশ্বাস করি এই আন্দোলন হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র প্রিয়, স্বাধীনতা প্রিয়। আমরা ২৪ বছর সংগ্রাম করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি। তাহলে ভাষা আন্দোলনের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, স্বাধীনতার যে চেতনা-এই সরকার তা ধুলিসাৎ করে দিয়েছে। সেই চেতনাকে ফিরিয়ে আনতে হবে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘আজকে সেজন্য জাতীয়ভাবে সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক, রাজনৈতিক-সামাজিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পরিবর্তন আনতে হবে, এই সরকারকে দেশের মানুষ চায় না। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে মিলে বাংলাদেশের একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।’

সভায় জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ‘আজকে আইন ও বিচার বিভাগ নিহত, আমরা আহত। কোট-কাঁচারিতে যাইয়া দেন-দরবার কইরা খালেদা জিয়ার মুক্তি হবে না।’

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটা সরকার মানবতার সাথে কী ধরনের পরিহাস করতে পারে বেগম খালেদা জিয়ার কারাবাস তার প্রমাণ। দেশ তো এখন পাপিয়াদের, বেগম জিয়ার না। দেশ এখন প্রিন্সদের, দেশ এখন ক্যাসিনো চালায় যারা তাদের।’

আয়োজক সংগঠনের সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমূখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত