ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৭:১৬  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১৮:০৩

১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন খালেদা জিয়া

খালেদা জিয়া আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, আপনারা গতকাল দেখেছেন যে, উনি (খালেদা জিয়া) দারুণভাবে অসুস্থ। কিন্তু গতকাল মুক্তি পাওয়ার পর (নিজের পরিবেশে আসার পর) উনি মানসিকভাবে যে অস্থিরতা ছিল, তা থেকে পরিত্রাণ পেয়েছেন। তবে উনার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। কিন্তু যেহুত উনি ১৪দিনের হোম কোয়ারেন্টিনে আছেন, সেহুত উনার শারীরিক অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা হোম কোয়ারেন্টিনের পরে করা হবে।

এরআগে আজ দুপুর ১২টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে তার বাসভবনে যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন এবং ১২ টা ২৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা প্রবেশ করেন। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ আরো তিন জন খালেদা জিয়ার ফিরোজার প্রবেশ করে।

খালেদা জিয়ার সাথে কথা পর সাংবাদিকদের জাহিদ বলেন, ম্যাডাম অসুস্থ। ম্যাডাম হোম কোয়ারেন্টিনে আছেন। আর উনাকে তার চিকিৎসকরা যেভাবে রাখার পরামর্শ দিয়েছেন, উনি সেভাবেই আছেন।

তিনি জানান, উনাকে সার্বক্ষনিক ঔষধ দেয়ার জন্য এখানে নার্সরা আছেন। যারা কখনো বাইরে যান না। এই বাইরে উনি অন্য কারো সঙ্গে দেখা করছেন না। আর গতকাল উনার চিকিৎসকরা যেভাবে বলেছেন, উনি সেভাবেই চিকিৎসা নিচ্ছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি হন খালেদা জিয়া। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হলেও গত বছর ১ এপ্রিল থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অথ্যাৎ প্রায় ১১ মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মার্চ তিনি মুক্তি পেয়েছেন।

মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের 'ফিরোজা' নিজ বাড়িতে ওঠেন। বর্তমান তিনি ফিরোজাতেই রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত