ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

কিট দিয়ে সহায়তা করতে চেয়েছেন জাফরুল্লাহ: খসরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২০, ১৯:৩৫

কিট দিয়ে সহায়তা করতে চেয়েছেন জাফরুল্লাহ: খসরু

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তা করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে উপহার-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিগত আন্দোলন ও সংগ্রামে গুম, খুন এবং নির্যাতনের শিকার নেতাকর্মীদের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তার জন্য এগিয়ে আসেন। কিন্তু তাকে সে কাজটি করতে দেয়া হচ্ছে না। আর সরকারের কোষাগারে যে টাকা আছে সেটা বাংলাদেশের জনগণের টাকা। দুঃসময়ে মানুষের জন্য বরাদ্দ বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত