ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

লাইফ সাপোর্টে হায়দার আনোয়ার খান জুনো

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫

লাইফ সাপোর্টে হায়দার আনোয়ার খান জুনো
ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে কমিউনিস্ট নেতা, মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোকে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জুনোকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে তার মেয়ে অনন্যা লাবণী জানিয়েছেন। তিনি এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ভোর ৪টার দিকে তার বাবার হঠাৎ কাশি শুরু হয় এবং ‘অক্সিজেন স্যাচুরেশন’ কমতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে দেন।

প্রসঙ্গত, নিউমোনিয়ার মধ্যে হার্ট আ্যটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী হায়দার আনোয়ার খান জুনোকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েকদিন তার অবস্থা ‘তুলনামূলকভাবে স্থিতিশীল’ থাকলেও বৃহস্পতিবার ভোরে পরিস্থিতির অবনতি হয় বলে জানান লাবণী।

কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণোর ছোট ভাই জুনোর জন্ম ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে। বাবা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী। নানা প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দ নওশের আলী।

স্কুল জীবনেই কমিউনিস্ট রাজনীতির দীক্ষা নিয়েছিলেন জুনো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স করলেও রাজনীতিকেই তিনি পেশা হিসেবে নেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ভয়ঙ্কর রূপে তিস্তা, প্লাবিত নিম্নাঞ্চল

> গুলশানে বারে অভিযান, বিদেশি মদ জব্দসহ আটক ২

> পঞ্চম দফা বাড়ছে তিস্তার পানি, ফের বন্যার আশঙ্কা

> অসহায় মায়ের কান্না মুছে দিলেন ডিসি

> ছোট বোনকে হত্যা, কিশোর বড় ভাই গ্রেপ্তার

  • সর্বশেষ
  • পঠিত