ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১১:৩০  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০২০, ১১:৫০

সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বিএনপি

নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছিলো বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় নির্বাচনে অংশ নেয়া বিএনপির নাটক বলেও জানান তিনি। তিনি বলেন, বিভিন্ন সময় তারা এমন কর্মকাণ্ড করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছে। কিন্তু তাদের এসব পুরনো কৌশল সম্পর্কে দেশবাসী জেনে গেছে।’

ঢাকা-৫ উপনির্বাচনে কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির মাধ্যমে ভোটের ফলাফল বর্জন করেছে বিএনপি। একইসঙ্গে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

এ নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

আরো পড়ুন: হঠাৎ উপ-নির্বাচনে সরব কেন বিএনপি?

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত