ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সরকারকে সময় না দেয়ার হুঁশিয়ারি খসরুর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৪:২৯

সরকারকে সময় না দেয়ার হুঁশিয়ারি খসরুর

বর্তমান সরকারকে আর সময় দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

‘সরকারকে আর সময় দেয়া যাবে না’ মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ঢাকা-১৮ উপনির্বাচন চলছে। আপনারা (নেতাকর্মী) সবাই চোখ ও কান সজাগ রাখুন ভোটের উপরে। এই নির্বাচনে যদি ভোট ডাকাতি হয় তাহলে সেখান থেকেই সরকারকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিতে হবে।’

‘কোনো ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে করতে দেওয়া যাবে না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

‘ঢাকা-১৮ উপনির্বাচনে ভোট ডাকাতির প্রস্তুতি চলছে’ অভিযোগ করে খসরু বলেন, ‘এই ভোট ডাকাতি ‘আমাদের সবাই মিলে’ রুখে দাঁড়াতে হবে। কারণ ভোট ডাকাতি অব্যাহতভাবে চলতে দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের নামে যা চলছে তা সম্পূর্ণ বেআইনি। আর এটা তারা (সরকার) আবদার হিসেবে নিয়েছে।’

‘ঢাকা-১৮ উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকারকে প্রতিহত করার প্রস্তুতি নেয়া হচ্ছে’ বলেও ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন খসরু।

এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত