ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

করোনার থেকেও ভয়ানক সরকার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:২৪

করোনার থেকেও ভয়ানক সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

আজকের সরকার করোনার থেকেও মারাত্মক ভয়ানক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

‘রাজধানীর মোঘলটুলী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি যে কোনো সময় আক্রান্ত (করোনা) হতে পারি। নিজের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামতে হয় শেখ হাসিনার জন্য। তাই মৃত্যুর ভয় করে ঘরে বসে থাকতে পারি না। আজকের সরকার করোনার থেকেও মারাত্মক ভয়ানক। কারণ করোনা দল-মত জাতি বোঝো না। করোনা নিরপেক্ষ। দল-মত না বুঝে আক্রমণ করে। কিন্তু হাসিনার দল বোঝে, মত বোঝে, জাত বোঝে এবং বংশ বোঝে যাকে চায় তিনি তাকে আক্রমণ করেন। এই ভয়াবহ করোনার হাত থেকে জাতিকে মুক্তি দিতে হবে।’

সরকারের উদ্দেশ্য তিনি বলেন, ‘করোনার দশ মাস বয়স হলো। আর গত ১০ মাসে ১০ মিনিটের জন্যেও প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে বের হন নাই। তার নিরাপত্তার স্বার্থে তিনি ঘরের বাইরে যান নাই। কিন্তু ১৮ কোটি মানুষতো নিরাপত্তার স্বার্থে ঘরে বসে থাকতে পারে না। আমাদের অনেক সিনিয়র নেতা করোনায় প্রাণ দিয়েছেন। এখনো অনেকে করোনায় ভুগছেন।’

জিয়াউর রহমানের কিছু নেই এবং কিছু রেখে যায়নি মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে খালেদা জিয়ার থেকে গরীব আর কেউ নেই। নিজের একটা বাড়ি নেই। তিনি ভাড়া বাড়িতে থাকেন। প্রায়ই ভাড়া পরিশোধের নোটিশ আসে। খালেদা জিয়ার ব্যাংক একাউন্ট বৈধ্য ঘোষণা করা হয়েছে। তারপরও তিনি ব্যাংক থেকে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারেন না। খালেদা জিয়ার মতন একজন ব্যক্তির কিভাবে ৫০ হাজার টাকায় চলে? কিভাবে তার চিকিৎসা হয়?’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ইতিহাস বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ দপ্তর সম্পাদক নাজমুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত