ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

মওদুদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:৩৮  
আপডেট :
 ০৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৫

মওদুদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে
ছবি সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।

মোমিনুর রহমান সুজন বলেন, স্যারের হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। আজ বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্যারের জ্ঞান আছে। ডাক্তারদের সাথে তিনি কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মওদুদের দেহে এই যন্ত্র বসানো হয়।

মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ তার স্বামীর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান সুজন।

গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- ফখরুলকে দলের ঐক্য ধরে রাখতে বললেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ জার্নাল/আর/কেএস

  • সর্বশেষ
  • পঠিত