ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

টিকা কিনে লুটপাটের প্রস্তুতি নেয়া হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৫৭  
আপডেট :
 ১৩ জানুয়ারি ২০২১, ১৭:০৮

টিকা কিনে লুটপাটের প্রস্তুতি নেয়া হয়েছে
ফাইল ছবি

অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজন করা হয়।

দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এর সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। আর এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

গণতন্ত্রকে ধ্বংস করতে গত ১২ বছর ধরে দেশে পরিকল্পিতভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো আইনের শাসন নেই। আর ক্ষমতাসীনরা বিচার বিভাগকেও শেষ করে দিয়েছে।

‘দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও লড়াই করার সময় এসেছে মন্তব্য করে’- ফখরুল এই লড়াইয়ে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলের সভাপতিত্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত