প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:৫২
মাধবপুরে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় প্রথমবারের মতো জিতে চমক দিয়েছে বিএনপি। নৌকা মার্কার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত। তিনি পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।
|আরো খবর
এ পৌরসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক ৫ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ১৮৫ ভোট।
এছাড়া তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের অন্য বিদ্রোহী প্রার্থী শাহ মো. মুসলিম। তিনি জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫ ভোট। মাধবপুর পৌর নির্বাচনে মোট ১৩ হাজার ১০৫ ভোট পড়েছে।
সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
আরও পড়ুন- বিজয়ের হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদেরের ভাই
বাংলাদেশ জার্নাল/আর