প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ০২:১৮
নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়ী
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নারিকেল গাছ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১১ হাজার ৯৭৪ ভোট পেয়েছেন।
|আরো খবর
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান মিয়া পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো: রফিকুল ইসলাম হাতপাখা মার্কায় পেয়েছেন, ৬ হাজার ৮৭১ ভোট, আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগর নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭২৬ ভোট এবং বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০৯ ভোট।
জেলা নির্বাচন ও জেলা রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন- নৌকাকে বিজয়ী করার আহ্বান ড. আনোয়ার খান এমপির
বাংলাদেশ জার্নাল/আর