ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

সৈয়দ ইবরাহিমের রহস্যঘেরা একটি সভা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৩:০৪  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২১, ১৭:১৭

সৈয়দ ইবরাহিমের রহস্যঘেরা একটি সভা

২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ডাকে ‘রহস্যঘেরা’ একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে জিনজিয়ান রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫০ জন সাবেক সামরিক কর্মকর্তা, জামায়াতসহ অন্তত ২৫টি রাজনৈতিক দলের নেতা ও ৪ জন সাবেক সচিবসহ অন্তত ২০ জন আমলা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারও ছিলেন।

দোয়া মাহফিলের মূল বিষয়বস্তু ছিল, ‘২০২০ এর জন্য মহান আল্লাহ’র প্রতি শুকরিয়া ও ২০২১ সালের জন্য মহান আল্লাহ’র নিকট দয়া প্রার্থনা।’ শনিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াই পর্যন্ত সভাটি চলে বলে জানা গেছে।

অনুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ১৩টি বছর আমরা সংগ্রাম করে টিকে ছিলাম ২০২১ সালের জন্য। এই বছর আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার- এই ৩টি যদি বাস্তবায়িত হয়, এ দেশ সোনার বাংলা হবে। আমরা এর জন্য চেষ্টা করতে চাই।

এদিকে উপস্থিত রাজনৈতিক নেতাদের কেউ-কেউ সভাটিকে ‘রহস্যজনক’ বলে জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন বলে শোনা গেলেও—তিনি সেখানে যাননি।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন, সাবেক মন্ত্রী আলমগীর কবির, স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, ভাইস অ্যাডমিরাল (অব.) সরোয়ার জাহান নিজাম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, মেজর জেনারেল (অব.) এহতাশামুল, রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক রাষ্ট্রদূত আসাফউদ্দৌলা, লে. কর্নেল (অব.) হান্নান মৃধা, কর্নেল (অব.) আশরাফ, মেজর (অব.) সারোয়ার প্রমুখ।

উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিম, লে. কর্নেল (অব.) ডা. আকরাম, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, লে. কর্নেল (অব.) রাশিদ উন নবী, মেজর (অব.) আতিক, মেজর (অব.) ইমরান, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, অধ্যাপক সাইফুল ইসলাম, জামায়াতের মাওলানা আবদুল হালিম, বিকল্পধারার (একাংশ) অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, খেলাফত মজলিসের ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির এ এফ এম সোলায়মান চৌধুরী, মজিবুর রহমান মঞ্জু, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট মাওলানা আবদুর রাকিব, হেফাজতে ইসলামের জাকারিয়া নোমান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির কারি আবু তাহের, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত