প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪১
কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
|আরো খবর
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি কথা জানানো হয়।
কর্মসূচিগুলো হলো: রোববার সকাল ১০টায় মরহুমের বনানীস্থ কবর জিয়ারত ও মোনাজাত, সকাল সাড়ে ১০টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দোয়া মাহফিল, দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ, বিকেলে সোয়া ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল এবং আগামী মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরসহ সকল ইউনিট কার্যালয়গুলোকে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
কেএস/এনএইচ