প্রকাশ : ০৬ এপ্রিল ২০২১, ১৭:২৪
টিকা নিয়েও আক্রান্ত সাংসদ সদস্য তানভীর ইমাম
টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
|আরো খবর
তিনি জানান, এমপি তানভীর ইমাম দুদিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি শেষে সংসদে যোগ দেয়ার জন্য ঢাকায় ফেরেন। ৩১ মার্চ তিনি জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।
এমপি তানভীর ইমাম প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছিলেন। সুস্থতার জন্য এমপি তানভীর ইমাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এমএম