ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

করোনা পজিটিভ হলেও ভালো আছেন খালেদা জিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৭:০৩  
আপডেট :
 ১১ এপ্রিল ২০২১, ১৮:০৮

করোনা পজিটিভ হলেও ভালো আছেন খালেদা জিয়া
ফাইল ছবি

খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করল বিএনপি। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তর খালেদা জিয়া করোনাভাইরাস পজিটিভ জানানোর পর তা নিয়ে নিশ্চুপ ছিল বিএনপি। পরে বিকেলে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল আইসিডিডিআর,বিতে তার নমুনা পরীক্ষা করা হয়। আমরা আজকে যেটা পেয়েছি সেই টেস্ট রিপোর্টটা পজিটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রফেসর ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তাদের তত্ত্বাবধানে ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। অন্য কোন উপসর্গও তার নেই।’

ফখরুল বলেন, ‘চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর যদি কোন প্রয়োজন হয় তখন সেভাবেই পরবর্তী ট্রিটমেন্টের ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি, দেশনেত্রীও আহ্বান জানিয়েছেন- তার জন্য এবং তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন। বিশেষ করে আমাদের দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান থাকবে, দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তা আলার কাছে দোয়া চাইবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অনুরোধ থাকবে, স্থানীয় মসজিদগুলোতে দোয়া চাইবেন।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা সম্পূর্ণভাবে স্টেবল আছেন। চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তিনি তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তিনি ভালো আছেন।’

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত