ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

খালেদা জিয়ার চেকআপ শুরু হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২১, ১৫:৪৩

খালেদা জিয়ার চেকআপ শুরু হয়েছে
খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুটিন চেকআপ শুরু করেছেন চিকিৎসকরা।

বুধবার তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়েছে।

খালেদা জিয়ার রুটিন চেকআপ শুরু করা হয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, আজকে কিছু পরীক্ষা হচ্ছে, কালকেও হবে। কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে হাসপাতালের এসব চেকআপ করা হচ্ছে। আর বেগম জিয়ার ব্যক্তিগত মেডিকেল টিমের সদস্যরাও এতে সম্পৃক্ত আছি।

পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কীভাবে চালানো যায় তা ঠিক করা হবে বলেও জানান জাহিদ।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের করোনার কোন উপসর্গ নেই। আর উনার অবস্থা স্থিতিশীল আছে। উনি ভালো আছেন।

গতকাল মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করানোর হয়। রাত সাড়ে ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে যান। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।

এর আগে গত ১৪ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এই হাসপাতালে আনা হয়েছিলো।

নমুনা পরীক্ষার ফলাফলে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক একটি টিম চিকিৎসা শুরু করেছে।

বিএনপি চেয়ারপারসন ছাড়াও গুলশানে ‘ফিরোজা’র বাসায় তার গৃহকর্মীসহ আরো ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে দুইজন বাড়ি চলে গেছেন এবং বাকীরা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন।

৭৫ বছল বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দন্ডিত। দন্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়, শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো

বাংলাদেশ জার্নাল/কেএস/আরএ

  • সর্বশেষ
  • পঠিত