ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠকে মেডিকেল বোর্ড

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২১, ১৫:১৮

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠকে মেডিকেল বোর্ড
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার দুপুর দেড়টার গুলশানের এভারকেয়ার হাসপাতালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড এই বৈঠক শুরু হয়।

এদিকে গতকাল খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, গতকাল রাত ১১টায় ফাইলটি আমার মন্ত্রণালয়ে এসেছে। এখনও ফরমালিটিজ শেষে করে আমার হাত পর্যন্ত পৌঁছায়নি। আসুক, তারপর দেখছি।

গত সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে।

এরআগে গত ২৭ এপ্রিল রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/কেএস/আরএ

  • সর্বশেষ
  • পঠিত