ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

দেশেই করোনার টিকা তৈরির চেষ্টা চলছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ২১:৩৮  
আপডেট :
 ১৫ মে ২০২১, ২২:১০

দেশেই করোনার টিকা তৈরির চেষ্টা চলছে
সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, আমাদের দেশেই করোনার টিকা তৈরি করার চেষ্টা চলছে। এ ব্যাপারে ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমেরিকা ও ভারত থেকেও টিকা আনার জোড় প্রচেষ্টা চলছে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় মন্ত্রীর বাগানবাড়িতে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ঈদ উপলক্ষে মানুষ যেভাবে সারাদেশে ছড়িয়ে পড়েছিল তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক চেষ্টা এবং জনগণের মাস্ক পড়ার প্রবণতা বেড়েছে বলে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে।

আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত