ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৮:২৭

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর অফিস কক্ষে জাহিদ মালেকের সঙ্গে লি জ্যাং কিউন সাক্ষাৎ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, সাক্ষাতে কোরিয়ান রাষ্ট্রদূত জাহিদ মালেকের কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকুরীজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনুরোধ রক্ষার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের যেন ভ্যাকসিন প্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের নিকট অনুরোধ জানান বলেও বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/কেএস/আরএ

  • সর্বশেষ
  • পঠিত