ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাপুলের আসনে নৌকার নুরউদ্দিনের জয়

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২১, ২২:২৬

পাপুলের আসনে নৌকার নুরউদ্দিনের জয়
নুরউদ্দীন চৌধুরী নয়ন। ফাইল ফটো

লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও সদর উপজেলার একাংশ) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দীন চৌধুরী নয়ন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ ওরফে শিপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়। রায়পুর উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ৭৩টি কেন্দ্র ও সদর উপজেলার ৯ টি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়।

উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কাজী শহিদুল ইসলাম পাপুল গত বছরের ৬ জুন কুয়েতে মানব ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হন। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে ৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। এর পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ​৩ মার্চ তফসিল ঘোষণা করে ১১ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ১ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে আবারও ২১ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত