ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

নারীদের জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ১৯:৫১

নারীদের জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে
ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সর্বস্তরের নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে। নারীরা বৈষম্যের শিকার হলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাদের জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় মহিলা পার্টি আয়জিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী সমাজের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে জিএম কাদের বলেন, নিজেদের সমঅধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের যোগ্যতা দিয়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সবক্ষেত্রেই ভালো করছেন নারীরা। তারা শিক্ষা-দীক্ষায় পুরুষের চেয়ে এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে ভালো করছেন, রাজনীতিতে ভালো করছেন, প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিচ্ছেন। এমনকি দেশরক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারপরও তাদের পিছিয়ে থাকার কারণ থাকতে পারে না। নারীদের এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার, জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এআর/এমজে

  • সর্বশেষ
  • পঠিত