ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জিনিসপত্রের দাম বাড়ানোর পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: এ্যানি

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২২, ২২:১০

জিনিসপত্রের দাম বাড়ানোর পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: এ্যানি
ছবি: প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের নাগরিক হিসেবে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। টাকা চলে যাচ্ছে, দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। আজকের জিনিসপত্রের দাম বাড়ানোর পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী। সুতরাং এ সরকারের বিদায় ছাড়া কোনো সবাধান হবে না।

আওয়ামীকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, শ্রীলংকার পতনের মূল কারণ ছিলো সে দেশের ঋণ ও দ্রব্যমূল্য বৃদ্ধি। শ্রীলঙ্কায় যে কাগজের দাম ১৭শ’ টাকা বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশেরও তাদের মতো পরিণতি হবে। দ্রব্য-ঋণ বেশি আনছেন, দ্রব্যের বিপরীতে অতিরিক্ত টাকা পাচার হয়ে যাচ্ছে। ক্ষতির শিকার হচ্ছে দেশের জনগণ।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের কালেক্টরেট স্কুল সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, প্রত্যেকটি জিনিসের দাম আকাশছোঁয়া। ক্ষমতাসীন সরকারি দলের লোকেরা সিন্ডিকেটের মাধ্যমে তেল গুদামজাত করেছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির পেছনে যেসকল সিন্ডিকেট রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ হবে।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপত্বিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. হাফিজ, মাইনউদ্দিন রিয়াজ, নিজাম উদ্দিন ভূইয়া ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত