ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ করবে ছাত্রদল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ করবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল। আগামী ২৯ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার ঘটনায় আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এদিন বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আমাদের অধিকার। এই অধিকার আমরা কারও কাছে সমর্পণ করিনি, করবো না। অচিরেই ছাত্রদল আবারও ক্যাম্পাসে যাবে, ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাস, আমরাই থাকবো। একইসাথে এটাও বলে রাখতে চাই, আমাদের সহযোদ্ধাদের প্রতি ফোঁটা রক্তবিন্দুর জবাব অবশ্যই দিতে হবে। প্রতিজন সন্ত্রাসীকে চিহ্নিত করে ভবিষ্যতে আইনের আওতায় আনা হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। স্যার এ এফ রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নবগঠিত ঢাবি শাখা ছাত্রদলের।

উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য বিকেল সোয়া ৪টায় নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে ঢুকতে গেলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে মুখোমুখি হয় ছাত্রলীগ স্যার এ এফ রহমান হলের নেতাকর্মীরা। একপর্যায়ে হল সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে কাঠ, রড, স্টাম্প দিয়ে হামলা করে বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে আহত করা হয়। হামলার মুখে একপর্যায়ে ছাত্রদল ক্যাম্পাসে না ঢুকে পিছু হটে।

এ হামলায় ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাবি শাখা সভাপতি খোরশেদ আলম সোহেল। তিনি বলেন, আমরা ১৫-২০ জন ছিলাম। সবার ওপর হামলা করা হয়েছে, সবাই আহত।

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত