ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনা সাজানো: কাদের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ২০:১৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাকে ‘বিএনপির সাজানো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
|আরো খবর
সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বাঞ্ছারামপুরের ঘটনা বিএনপির সাজানো, বানানো, বাস্তবে সত্য নয়। বিএনপি ভাড়া করে লোক এনে সমাবেশ করছে। তাদের সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার আমাদের সমাবেশ মিলিয়ে দেখুন, বাকিটা নির্বাচনে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না, এটা আজ প্রমাণিত সত্য। আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনা সরকারকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।
বাংলাদেশ জার্নাল/এমএম