হামলায় আহত পটুয়াখালী বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১২:৫৬

পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খান মৃত্যুবরণ করেছেন।
|আরো খবর
সোমবার সকাল ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, গত ৫ নভেম্বর বরিশাল গণ-সমাবেশ যোগদানের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় আহত হন তিনি। হামলায় তার দুটি কিনডির অকেজো হয়ে যায়। দীর্ঘদিন ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান।
শায়রুল জানান, মরহুমের নামাজের জানাজা ও দাফন পটুয়াখালী জেলা গলাচিপা অনুষ্ঠিত হবে। এছাড়া নামাজের জানাজা ও দাফনের সময় চূড়ান্ত হলে জানানো হবে।
বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে