ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানপ্রেমিদের বক্সে ভরে সেখানে পাঠানো হবে: শেখ সেলিম

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ১৭:৪৪

পাকিস্তানপ্রেমিদের বক্সে ভরে সেখানে পাঠানো হবে: শেখ সেলিম
শেখ সেলিম বক্তব্য রাখছেন। ছবি: প্রতিনিধি

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘বিএনপি কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে আর যদি শেখ হাসিনা এবং ত্যাগী নেতারা জীবিত থাকে তাহলে বাংলাদেশেকে সারাজীবন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে। দরকার হলে পাকিস্তানপ্রেমিদের বক্সে ভরে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে। বাংলাদেশে বসে পাকিস্তানের কথা চিন্তা করবেন আর পাকিস্তানে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরবেন এটা করতে দেয়া হবে না।’

বুধবার দুপুরে স্থানীয় পৌর পার্কে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে শেখ সেলিম বলেন, ‘করোনার আগে খালেদা জিয়ার ডাক্তাররা বলেছিল বিদেশে চিকিৎসা না হলে খালেদা জিয়া তিন মাসও বাঁচবে না। আড়াই বছর তো হয়ে গেছে উনি তো মারা যাননি। তার অর্থ কি জানেন উনি এদেশ থেকে পালাতে চাইছিলেন। আর আমাদের বলে পালানোর কথা। আওয়ামী লীগ কখনো কারও কাছে মাথানত করে নাই, আমার নেতাও করে নাই। আমরা কখনও পালাবো না। ২৫ মার্চই পালায়নি বঙ্গবন্ধু, আর আমরা পালাবো।’

শেখ সেলিম আরো বলেন, ‘ওরা (বিএনপি) পালানো পার্টি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন ওদের অনেক নেতা পালায় গেছে। তারেক জিয়া মুচলেকা দিয়ে লন্ডনে পালায় গেছে। খোকা গেছে আমেরিকা। সেখানে মারা গেছে। তারপর ফালু সেও পালায় কোথায় আছে তার খবর নাই। একবার শুনি লন্ডন আছে একবার শুনি দুবাই আছে। তারপর হারিচ চৌধুরী বিদেশে পালিয়ে থেকে দেশে এসে ঘরের মধ্যে পালিয়ে থেকে মারা গেছে। ওদের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন পালিয়ে আসামে গেছে। দেশে আসে না। ওদের পালানোর অভ্যাস। ওরা বলে আমরা পালাবো। আমাদের কোন নেতা কোন দিন পালায়নি।’

বিএনপি’র ১০ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার মহাসমাবেশে স্বাধীনতা বিরোধী শক্তি, ৭১ এর ঘাতক, ১৫ আগস্টের ঘাতক, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘাতক ও মানি লন্ডারিং এর লোকেরা এখানে আসবে, আমি তো ওদের স্বাগত জানাই। কারণ তাদের তো আমরা চাই। তারা অন্যায় করে পালিয়ে বেড়াচ্ছে। তারেক ও কোকো তো আগেই রাজনীতি করবে না বলে নাকে খত দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু টাকা মানি লন্ডারিং করে নিয়ে গেছে। আমরা সে টাকা থেকে কিছু উদ্ধার করে দেশে এনেছি। সব টাকা উদ্ধার করা যায়নি। আর তারেক জিয়ার বউ আর খালেদা জিয়া না কি আপোষহীন নেত্রী। খালেদা জিয়া জেলে গেছে এতিমের টাকা মেরে। ১৭ বছরের জেল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোকো মারা যাওয়ার পর শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন, তখন ঢুকতে দেয়নি। এদের লজ্জ্বা আছে, তার (খালেদা জিয়া) ভাই আর বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন বোনের (খালেদা জিয়া) জেলে খুব কষ্ট হচ্ছে। তাকে বাসায় থাকার ব্যবস্থা করলে ভাল থাকবেন। আমার নেত্রী বলেছেন, সে তো সাজাপ্রাপ্ত আসামি। সে তো বাসায় গেলে সেখানে বসে রাজনীতি করবে। তখন তারা বলে আমরা লেখে দিচ্ছি রাজনীতি করবে না। তাকে বলে ১০ তারিখে এনে বসাবে। এরা নাকে খত দিয়ে গেছে রাজনীতি করবে না তারা বলে আসবে। এরা স্বাধীনতা বিরোধী কর্মীদের সতেজ করতে বিদেশ থেকে কিছু টাকা পায় তা দিয়ে দেশকে অশান্ত ও বিশৃঙ্খলা করতে এসব করে।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ সেলিম আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি ভালবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে গোলমাল করবেন না। যারা গোলমাল করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও জঙ্গী এদের কোন আত্মীয় স্বজনদের আশ্রয় দেয়া যাবে না।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী সিকদার চুন্নু উপস্থিত ছিলেন।

সম্মেলেনে জেলা, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভা থেকে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে উপস্থিত হন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সম্মেলন স্থল।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত