ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সংঘর্ষের মধ্যে নয়াপল্টনে ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০১

সংঘর্ষের মধ্যে নয়াপল্টনে ফখরুল

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষের খবর পেয়ে নয়াপল্টনে ছুটে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকাল সাড়ে ৪টার দিকে মহাসচিব কার্যালয়ের সামনে আসেন। তিনি এখনো কার্যালয়ের গেটে অবস্থান করছেন। তাকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি।

বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিকাল ৪টার ৪৫ মিনিটের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরাও পাল্টা ইট ছোড়ে পুলিশকে লক্ষ্য করে।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় ঢোকার খবর পাওয়া গেছে।

বিএনপির এই সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে চায় না বিএনপি।

আরো পড়ুন: নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত