কার্যালয়ের ভেতরে বিস্ফোরক নিয়ে গেছে পুলিশ: ফখরুল
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:১৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কার্যালয়ের ভেতর ব্যাগে করে পুলিশ বিস্ফোরক নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাত ৮টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার আগে এ অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা পাঁয়তারা করছে। পুলিশ আমাদের কার্যালয় থেকে সিসিটিভি, হার্ডডিস্ক, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। যাতে হামলার কোনো আলামত না থাকে। শুধু তাই নয়, তারা অফিসের মধ্যে ঢুকে সবকিছু ভাঙচুর করেছে। একাত্তরের হানাদার বাহিনীর মতো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
এর আগে বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ এ ঘটনায় শতাধিক আহত হয়েছে।
বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। এ সময় মির্জা ফখরুল কার্যালয়ের সামনে আসেন। তাকে কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়। তিনি কার্যালয়ে না ঢুকে সামনে বসে থাকেন। পরে তিনি গুলশানে চলে যান।
সেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর পরবর্তী করণীয় বিষয়ে জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।
আরো পড়ুন: গণসমাবেশ বানচাল করতেই হামলা: ফখরুল
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে