বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ২৩:৪৪ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২৩:৪৭

বৃহস্পতিবার বেলা ৩টায় বিএনপির বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল দলটির মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
|আরো খবর
বুধবার রাত ১১টার দিকে চেয়ারপার্সনেন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চত করেছেন।
গুলশানের হোটেল লেক শোরে বিএনপির এ বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য: আজ বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছে শতাধিক।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বাযক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে মহানগর জেলা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে