বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ২১:৪৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পুলিশি হামলায় আক্রান্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।
আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে নয়াপল্টনে যাবেন তারা।
গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশি হামলায় আক্রান্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনেরা।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমএস