জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৪ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬

সকাল আটটা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচন শুরু হয়েছে। ওই দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি ভোট দিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
|আরো খবর
বুধবার সকাল সাড়ে ৮টায় এরুলিয়া উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। এখন পর্যন্ত ভোটকেন্দ্রে পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামেও খোঁজ নিয়েছি, সেখানেও আমার অবস্থান ভালো রয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে বলে জানিয়েছেন এই সোশ্যাল তারকা।
তিনি আরও বলেন, বগুড়া-৬ আসনে গোলমালের ব্যাপক আশঙ্কা করছিলাম আমি। তাই আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবেন। আজ ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি।
বাংলাদেশ জার্নাল/এমএ