জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি আশফাক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খন্দকার আবু আশফাক। সংগৃহীত ছবি

জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি।

এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশের আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল।

গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে