রাজধানীতে বিএনপির পদযাত্রা বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

রাজধানীতে বৃহস্পতিবার পদযাত্রা করবে বিএনপি। দুপুর ২টায় মতিঝিল টিকাটুলি মোড় ব্রাদার্স ক্লাবের সামনে থেকে এ পদযাত্রা শুরুর হবে। জাতীয় প্রেসক্লাবে এসে পদযাত্রাটি শেষ হবে।
|আরো খবর
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজনে এ পদযাত্রা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগরীতে দুই দিনের পদযাত্রা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আবারো দুইদিন পদযাত্রা করবে বিএনপি। আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
এছাড়া আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে