নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয়বাদী যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: নিজস্ব

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী যুবদলের পদ বঞ্চিতরা। নবগঠিত যুবদলের কমিটিতে অন্তভূক্তের দাবিতে এ মিছিল করেন তারা।

শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন যুবদলের নেতাকর্মী।

এ সময় উপস্থিতি ছিলেন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আশরাফের, মো. হাফিজুর রহমান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন দুলালসহ ৩০ থেকে ৩৫ জন যুবদলের পদবঞ্চিত নেতাকর্মী।

গত ২২ ফেব্রুয়ারি  সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে