ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জামায়াতের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ২১:২৫

গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

রাজধানী মিরপুর থেকে জামায়াতের ৫৮ নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম। পাশাপাশি তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সোমবার জামায়াতের প্রচার বিভাগের আর. করিমের স্বাক্ষরিত এক বিবৃতিতে গ্রেপ্তার নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসলামে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা থেকে নেতাকর্মীসহ ৫৮ জন ধর্মপ্রাণ ও সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে এটিএম মা'ছুম বলেন, ইসলামের ৫টি মৌলিক স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ হল যাকাত। যাকাত আদায় করা প্রত্যেক সাহেবে নেসাব মুসলমানের ওপর ফরয। আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ সাধারণত পবিত্র রমযান মাসে যাকাত আদায় করে থাকেন। ধর্মপ্রাণ ও বিত্তশালী মুসলমানদের যাকাত আদায়ে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন প্রতি বছরই রমযান মাসে আলোচনা সভা, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় ১১ মার্চ শনিবার রাজধানী ঢাকার মিরপুরে ‘ইসলামে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভা থেকে জামায়াতের নেতাকর্মীসহ ৫৮ জন ধর্মপ্রাণ ও সাধারণ মানুষকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই গ্রেপ্তারের মাধ্যমে জালেম সরকার ইতিহাসের নিকৃষ্টতম নজীর স্থাপন করেছে। আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে এই গ্রেপ্তারের ঘটনা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক। এই গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ইসলাম বিরোধী মনোভাব নগ্নভাবে ফুটে উঠেছে। সচেতন দেশবাসি মনে করে বর্তমান জালেম সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

জামায়তের এই নেতা বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার বুঝতে পেরেছে তাদের দিন ঘনিয়ে এসেছে। তাই সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। দেশবাসি মনে করে, গ্রেপ্তার করে এবং হামলা-মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের এই আন্দোলন দমন করা যাবে না।

ধর্মীয় স্বাধীনতা, মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসির প্রতি আহ্বান জানান তিনি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে মিরপুর থেকে জামায়াতে ইসলামীর গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এএইচ/জিকে

  • সর্বশেষ
  • পঠিত