মতিঝিলে নারায়ণগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১৮:২৭ আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮:৩০

রাজধানীতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|আরো খবর
বুধবার রাজধানীর শাপলাচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে