ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৬:১৯

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
নয়া পল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ। সংগৃহীত ছবি

যুবদলের নবগঠিত কমিটিতে সীমাহীন দুর্নীতি, পদ বাণিজ্য, নিষ্ক্রিয় অযোগ্যদের পদায়ন এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও পদবঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠনটির পদবঞ্চিত নেতা কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে নায়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন তার।

বিক্ষোভে কমিটি বাতিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। কমিটিতে বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরে নিষ্ক্রিয় ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদপ্রাপ্তদের পদ বাতিল করে ত্যাগী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কর্মীদের মূল কমিটির অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলি আশরাফ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক সামসুর রহমান, রফিকুল ইসলাম রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এস এম মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, সাবেক সদস্য শাহজাহান আলম শাহীন, সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ তুষার, রাসেল মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন খান, সাজ্জাদ হোসেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/আরকে

  • সর্বশেষ
  • পঠিত