কূটনীতিকদের সম্মানে আজ বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৩:০৫

প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
|আরো খবর
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। ইফতার মাহফিলে রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা ইফতারে অংশ নেবেন।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি