রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল
নিজস্ব প্র্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ২১:৫৯

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
|আরও খবর
মঙ্গলবার রাত ৮ টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় এটি। পরে, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/আরকে