ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল: আমু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১৯:২৪  
আপডেট :
 ৩১ জুলাই ২০২৩, ১৯:৩১

২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন, সাত দিনের কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

আমু বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল। নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না, তারা উৎখাতে বিশ্বাসী। তাই তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।

আরও পড়ুন: সব ষড়যন্ত্র প্রতিহত করে জোটগতভাবে নির্বাচনে যাবে ১৪ দল

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত